সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

দ্বীপের নাম ঘাঘা, তাতে আছে আরব আমিরশাহির প্রাচীনতম ইমারত

দ্বীপের নাম ঘাঘা, তাতে আছে আরব আমিরশাহির প্রাচীনতম ইমারত

জুন ১৯, ২০২২ ২৬৩ 1

আবুধাবির উপকূলে প্রত্নতাত্ত্বিকরা সংযুক্ত আরব এমিরেটস-এর (ইউএই) প্রাচীনতম ইমারত আবিষ্কার করেছেন।

দ্বীপের নাম ঘাঘা। সেখানে পাওয়া গেছে পাথরের বৃত্তাকার কাঠামো। সেগুলো কমপক্ষে ৮,৫০০ বছরের পুরানো।

স্থানীয় সংবাদপত্র দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কৃতি ও পর্যটন বিভাগের (ডিসিটি আবুধাবি) গবেষকরা প্রত্নতাত্ত্বিক কর্মসূচির অংশ হিসেবে এই আবিষ্কার করেছেন।

ইমারতগুলো “সাধারণ বৃত্তাকার কক্ষ”; কাঠামোগুলো সম্ভবত “যারা সারা বছর দ্বীপে থাকত এমন কোন এক ছোট সম্প্রদায়ের বাসস্থান হিসাবে ব্যবহৃত হত। পাথরের টিকে থাকা দেওয়াল গুলো তিন ফুটের একটু বেশি লম্বা।”

পাশে পরে থাকা কাঠকয়লার টুকরাকে কার্বন ডেটিং করে এই সময়কাল নির্ধারণ করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের এই দলটি শত শত পাথরের তীরের ফলা এবং অন্যান্য শিকারের সরঞ্জামও উদ্ধার করেছে। ধ্বংসাবশেষের একটি অংশে, গবেষকরা প্রায় ৫,০০০ বছর আগে সমাহিত একব্যক্তির দেহাবশেষ খুঁজে পেয়েছেন।

ওরা মনে করছেন ৫-৮ হাজার বছর আগে ওই অঞ্চল সম্ভবত এখনকার মত ঊষর ও অনুর্বর ছিল না। নব্যপ্রস্তর যুগের এই ইমারতগুলোর সময়কাল বিশ্লেষণ করে মনে করা হচ্ছে ওই অঞ্চলে সমুদ্র বাণিজ্য শুরু হবার অনেক আগে আবুধাবি ছিল মানুষের বসতি স্থাপনের অন্যতম কেন্দ্রবিন্দু। মানুষ তখনকার উর্বর উপকূলে প্রকৃতির ওপরে নির্ভর করে জীবন ধারণ করত। আবার সংযুক্ত আরব এমিরেটস-এর মানুষের সঙ্গে সমুদ্রের দীর্ঘ সম্পর্কের ইঙ্গিত আছে এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে। খেয়াল রাখবেন এই অঞ্চলেই পাওয়া গেছে ৮০০০ বছরের পুরনো পৃথিবীর প্রাচীনতম মুক্তা।

খবরটি বিস্তারিত পড়তে চোখ রাখুন নীচের লিঙ্কে ।

মধুশ্রী বন্দ্যোপাধ্যায়

The+United+Arab+Emirates

মন্তব্য তালিকা - “দ্বীপের নাম ঘাঘা, তাতে আছে আরব আমিরশাহির প্রাচীনতম ইমারত”

  1. ব্রোঞ্জ যুগে এই অঞ্চলগুলোর সঙ্গে সিন্ধু সভ্যতার যোগাযোগ ছিল। কোন bilingual inscription এইদিকে পাওয়ার সম্ভাবনা আছে

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।