সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

ইতিহাসের খবর

৮ জুন ১০২৩ সাধারণাব্দে অর্থাৎ ১০০১ বছর আগে ইংল্যান্ড-এর রাজা ক্যানিউট স্নান করেছিলেন। হাসছেন নিশ্চই। হাজার বছর আগের রাজার স্নান কি ইতিহাসের অংশ! আমরা জানি, সেই সময়ে ব্রিটেন-এর সাধারণ মানুষের সঙ্গে স্নানের সম্পর্ক ছিল ক্ষীণ। মানুষের স্বাস্থ্যবিধি নিয়ে ধারণা ছিল কম। ওই শীতে পরিষ্কার গরম জল পাওয়া ছিল বিলাসিতা। এমনকী সেদিনের সিনেমা 'মাই ফেয়ার লেডি'-এর (My fair lady) কথা মনে করুন। জোর করে স্নান করতে হচ্ছে ফুলওয়ালি, তস্য গরিব, এলাইজা ডুলিটলেকে। সাধারণের স্নান ছিল অত্যন্ত অনিয়মিত। জলের উৎস ছিল নদী। সেই নদীতেও শহরের সব রকমের আবর্জনা ফেলা হতো। আবার অনেকের ধারণা ছিল স্নান করলে দেহের লোমকূপের ছিদ্র বড়ো হয়ে যায়, ও সেই ফাঁকে প্লেগের জীবাণু শরীরে প্রবেশ করে। অধিকাংশের একটার বেশি জামাও থাকতো না।