লেখকের পড়াশোনা পদার্থবিজ্ঞান নিয়ে। পরবর্তী কালে পঠনপাঠন ও পাঠদানের সঙ্গে যুক্ত। ইতিহাস সম্পর্কে আকর্ষণের ফলে ইতিহাসের আগ্রহী পাঠক ও লেখক। লেখকের ‘সাম্বালা - তন্ত্রের আলোয়’ বই আদি কাল থেকে মানুষের সমাজে ঈশ্বর ও ধর্মভাবনার বিবর্তনের এক তথ্যনির্ভর রচনা। এখনও পর্যন্ত বইটির দুটো খণ্ড প্রকাশিত হয়েছে। কিছুদিনের মধ্যে আরও কয়েকটি খণ্ড প্রকাশিত হবে। ঐতিহাসিক কাহিনী সঙ্কলনও প্রকাশের অপেক্ষায়।