সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: তিলক পুরকায়স্থ

তিলক পুরকায়স্থ
ডঃ তিলক পুরকায়স্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম ডি, পেশায় চিকিৎসক। একটি অতি বৃহৎ কেন্দ্ৰীয় সংস্থায় চিকিৎসা বিভাগের সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত ছিলেন। উৎকৃষ্ট সেবা পদক, লাইফ টাইম আচিভমেন্ট এওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত।

নেশায় লেখক ও ক্ষেত্র সমীক্ষক, সঙ্গে রয়েছে ফটোগ্রাফির শখ এবং গ্রামে গঞ্জে গিয়ে সামাজিক ঋণ পরিশোধের চেষ্টা করা।
অনেক উচ্চাশা এবং স্বপ্ন নিয়ে ইংরেজ বণিক জব চার্নক এদেশে আসেন ১৬৫৮ সালে, ছোটবেলায় ইতিহাস বইয়ে একথা আমরা সবাই পড়েছিলাম। বহুদিন তিনি ভারতের মাটি কামড়ে পড়ে রইলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সাধারণ কর্মচারী হিসাবে। ১৬৮৬/৯০ সালে শুরু হয় কোম্পানির সঙ্গে মুঘলদের ধুন্ধুমার লড়াই। প্রাণ হাতে নিয়ে কোম্পানির লোকজন মাদ্রাজ প্রেসিডেন্সি তে পলায়ন করে। কিন্তু হাল ছেড়ে দেওয়া তো ইংরেজদের রক্তে নেই। তাই ইতিহাসে দেখতে পাই আবার সেই মুঘলদেরই খুশি করে কোম্পানির কুঠি তৈরি হয় সুতানুটিতে ১৬৯০ সালের ২৪ শে আগস্ট। চার্নক তখন কোম্পানির সর্বেসর্বা। তবে ব্যক্তিগত ভাবে চার্নক আদৌ খারাপ লোক ছিলেন না। নইলে কি সতীদাহের চিতা থেকে এদেশীয় মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, নিজেরও তো প্রাণ সংশয় হতে পারত, ধর্ম- উন্মাদ ব্যক্তিদের হাতে। শুধু উদ্ধার করাই নয়, হিন্দুরা যখন সেই মেয়েকে ঘরে নিয়ে যেতে অস্বীকার করে তখন তাকে খ্রিষ্ট ধর্মে দীক্ষিত করে নাম দেন 'মারিয়া', এবং একেই বিয়ে করেন। এতবড় ঔদার্য তখন দেখানো সহজ কথা ছিল না।