সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

বাংলাদেশে পাওয়া গেল গঙ্গামূর্তি

বাংলাদেশে পাওয়া গেল গঙ্গামূর্তি

জুন ৬, ২০২১ ৩৪০ 0

বাংলাদেশের নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামের এক পুকুরে পাওয়া গেল পুরনো পাথরের দেবীমূর্তি। রাজশাহীর বরেন্দ্র যাদুঘর কর্তৃপক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এটি গঙ্গার মূর্তি, এবং মূর্তিটি প্রায় দেড় হাজার বছরের পুরনো।

মূর্তিটি নিয়ে আরও গভীর বিশ্লেষণ করা বাকি আছে। তবে মূর্তিটি দৃশ্যগত ভাবে গুপ্তযুগের শেষের দিককার মধ্যভারতের বিভিন্ন ভাস্কর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দৃশ্যকল্প অনেকটাই ঐযুগের গঙ্গামূর্তির মত- যদিও গঙ্গার কিছু লক্ষণ যেমন ঘট আর মকর স্পষ্টভাবে দৃশ্যমান নয়। আনুমানিক ভাবে, মূর্তিটির দৈর্ঘ্য তিন ফুট, প্রস্থ দেড় ফুট। ওজন প্রায় ১৪৫ কেজি।

মূর্তিটি সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার এই বিষয়টি নিশ্চিত করেছেন। সংরক্ষণের জন্য মূর্তিটি জেলা ট্রেজারিতে পাঠানো হয়েছে।

নিচের লিঙ্ক থেকে বিশদ খবর পাবেন।

সুদীপ্ত পাল

banglatribune.com

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।