সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: সম্পাদকমণ্ডলী

‘সত্য আর মিথ্যা এসে বিবাহে বসেছে একাসনে’

ভারতের ইতিহাস চর্চার এক অভাবনীয় পর্বের যবনিকা প্রতিদিন উন্মোচিত হচ্ছে। ভারতে প্রযুক্তিবিদ্যার সর্বশ্রেষ্ঠ মানের উচ্চশিক্ষার জন্য নির্মিত প্রতিষ্ঠান আজ এক বিচিত্র ইতিহাস চর্চা নিয়ে ব্যস্ত। প্রযুক্তিবিদ্যার পীঠস্থানের সেই ইতিহাস চর্চা থেকে বৈজ্ঞানিক যুক্তিবোধ অপসৃত হয়েছে গহন তমিস্রায়; অন্ধ বিশ্বাস আর ধর্মীয় বিদ্বেষ আছন্ন করেছে মনন। প্রচণ্ড প্রচারের মাধ্যমে ক্রমশ এক সম্মোহনী মায়ায় অস্বচ্ছ করে দেওয়া হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের অর্থ – ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতাকে অগ্রাহ্য করে দেশের পরাধীনতার কালপর্বকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এক সহস্রাব্দ পূর্বে। পরাধীনতার দিনগুলিতে বিদেশি শাসককুলের সঙ্গে তাদের দেশি সহযোগীদের গলাগলির ইতিহাসকে জনমানস থেকে মুছে দেবার জন্য এক বুদ্ধিদীপ্ত ভোজবাজির খেলা চলছে!

নির্বাচনোত্তর পশ্চিমবঙ্গে ১৫-মে থেকে আবার অতিমারি নিয়ন্ত্রণে লকডাউন শুরু হয়েছে। একদিকে অতিমারির দাপট, অন্যদিকে তার প্রতিরোধে আংশিক বা পুরো লকডাউন এই রাজ্য ও দেশের বিভিন্ন অঞ্চলে চলছে। একদিকে কোভিড-১৯ এর দাপটে মৃত্যু মিছিল, অন্যদিকে দিন আনা-দিন খাওয়া মানুষের বাঁচার আপ্রাণ প্রচেষ্টা। তারমধ্যে টিকাকরণ প্রক্রিয়াও গতি হারিয়েছে। শোকগ্রস্ত মানুষ হাহাকার নিয়ে বেঁচে আছেন। অনেকের বাড়ির একমাত্র রোজগেরে মানুষ অতিমারিতে প্রাণ হারিয়েছেন। যারা শারীরিকভাবে সুস্থ আছেন দীর্ঘ অন্তরীণ অবস্থায় থেকে তাদেরও অনেকে মানসিক আঘাতপ্রাপ্ত। আপামর ছাত্র-ছাত্রীরা জানে না ওদের ভবিষ্যৎ কেমন হবে।