সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

মানুষের জ্ঞাতি প্রাচীন নিয়ান্ডারথালরা কীভাবে থাকত?

মানুষের জ্ঞাতি প্রাচীন নিয়ান্ডারথালরা কীভাবে থাকত?

অক্টোবর ২২, ২০২২ ৪৯৩ 0

প্রথমবারের মতো, গবেষকরা একটি নিয়ান্ডারথাল পরিবারকে চিহ্নিত করেছেন: একজন বাবা এবং তার কিশোরী কন্যা, সাথে আরও কয়েকজন নিকটাত্মীয়। তারা প্রায় ৫৪,০০০ বছর আগে সাইবেরিয়ার গুহায় বাস করত। বিজ্ঞানীদের একটি দল, যার মধ্যে শারীরবিদ্যা বা মেডিসিনের জন্য এই বছরের নোবেল পুরস্কার বিজয়ী স্বান্তে পাবো আছেন, এই সপ্তাহে বিজ্ঞানের বিখ্যাত জার্নাল নেচারে এক পেপার প্রকাশ করেছেন।

গবেষকরা সাইবেরিয়ার এক গুহায় কিছু প্রাচীন হাড় এবং দাঁত থেকে প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করেছেন। দেখা গেল প্রায় ১১ জন নিয়ান্ডারথাল ওই গুহায় একসাথে বসবাস করত। পাশের দ্বিতীয় গুহা থেকে আরও দুজনের দেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে। এই ১৩ জনের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক এবং ৫টি শিশু ছিল। এছাড়াও এই ধ্বংসাবশেষে পাথরের সরঞ্জাম এবং প্রাণীর হাড়ও খুঁজে পাওয়া গেছে। তারা একই সময়ে বাস করত। অর্থাৎ তারা একই সম্প্রদায়ের ছিল। সম্ভবত এই দলে ১০-২০ জন বাস করত। সংখ্যাটা কিন্তু সেই সময়ে মানুষ যে সংখ্যায় দলে থাকত তার থেকে অনেক ছোট। তারা তারা ছোট হয়ে গিয়ে লুপ্ত হবার আগের পর্যায়ে চলে গেছিল।

বাইসন, ঘোড়া, আইবেক্স- শিকার করার জন্য নদীর উপত্যকা দিয়ে তারা ভ্রমণ করত এবং হাতিয়ার তৈরিতে পাথর ব্যবহার করত। দুটো গুহায় পাওয়া সরঞ্জামগুলি একই কাঁচামাল দিয়ে তৈরি হয়েছিল, অর্থাৎ এই দুই দল সম্ভবত একে অপরের সাথে যোগাযোগ রাখত।

খবরটি বিস্তারিত পড়তে চোখ রাখুন নীচের লিঙ্কে।

–মধুশ্রী বন্দ্যোপাধ্যায়

dna-study-provides-a-rare-glimpse-into-the-close-knit-family-structure-of-a-neanderthal-community

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।