সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

এগারো বছর বয়সী এক বালক নেগেভ মরুভূমিতে বাইবেলের যুগের তাবিজ আবিষ্কার করেছে

এগারো বছর বয়সী এক বালক নেগেভ মরুভূমিতে বাইবেলের যুগের তাবিজ আবিষ্কার করেছে

মার্চ ১৬, ২০২১ ৫৪৬ 1

মাত্র এগারো বছরের একটি ছেলে তার মা বাবার সাথে মরুভূমিতে হাঁটতে গিয়ে খুঁজে পেয়েছে বাইবেলের যুগের একটি ছোট্ট সিরামিক মূর্তি। স্কার্ফ দিয়ে মাথা ঢাকা এক মহিলা, তার স্তন অনাবৃত, আর বাহু দুটি ভাজ করা আছে স্তনের নিচে। তীক্ষ্ণ নাসা এই নারী মূর্তিটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো। যীশু তখনও জন্মান নি। সে হলো ওল্ড টেস্টামেন্টের যুগ। ৭ সেন্টিমিটার লম্বা এবং ৬ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট স্ট্যাচুটি সম্ভবত একটি ছাঁচে ঢেলে তৈরি করা হয়েছিল।

কোন দেশে বেড়াতে গিয়ে এতো প্রাচীন মূর্তি খুঁজে পাওয়া সম্ভব? সেই দেশটি হল ইস্রায়েল। মরুভূমি সদৃশ দক্ষিণ ইস্রায়েলের নেগেভ মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদী নাহাল হাবেসরের কাছে হেঁটে যাচ্ছিলেন জেভি বেন-ডেভিড এবং তার পরিবার। তখন ওই বালক সিরামিক নারীর মূর্তিটি খুঁজে পায়। ইস্রায়েলের পুরাতত্ত্ব বিভাগ কর্তৃপক্ষের প্রতিনিধি ৯ মার্চ ফেসবুকে জানিয়েছেন পঞ্চম এবং ষষ্ঠ সাধারণ পূর্বাব্দে এই ধরনের মূর্তিগুলি সাধারণত শিশুদের সুরক্ষা বা নারীর উর্বরতা বৃদ্ধির জন্য তাবিজ হিসাবে ব্যবহৃত হত।

পুরো খবরটি পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।

— মধুশ্রী বন্দ্যোপাধ্যায়।

Biblical-era-figurine-israel

মন্তব্য তালিকা - “এগারো বছর বয়সী এক বালক নেগেভ মরুভূমিতে বাইবেলের যুগের তাবিজ আবিষ্কার করেছে”

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।