সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

আজকের খবর –   অতি প্রাচীন কালের ম্যামথের দাঁতের ডিএনএ বিশ্লেষণ করা সম্ভব হয়েছে

আজকের খবর – অতি প্রাচীন কালের ম্যামথের দাঁতের ডিএনএ বিশ্লেষণ করা সম্ভব হয়েছে

ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৫৬১ 0

বারো থেকে ষোল লক্ষ বছর আগের উত্তর আমেরিকার উলি ম্যামথের দাঁত পাওয়া গেছে। এটা অবশ্য কোন খবর নয়। এরকম দাঁত আগেও পাওয়া গেছে। খবর হল, সেই ম্যামথের দাঁতের সফল ডিএনএ বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। এ যেন প্রায় প্রায় জুরাসিক পার্ক ফিল্মের ম্যামথকে বর্তমানে নিয়ে আসা।

আগে দশ লক্ষ বছর যেন ছিল এক লক্ষণরেখা, যেন সেই সময়ের আগের কোন প্রাণীর ডিএনএ বিশ্লেষণ সম্ভব নয়, সম্ভব হয়ও নি।

এত প্রাচীন ডিএনএ বিশ্লেষণে সাফল্য নিঃসন্দেহে আমাদের প্রাগিতিহাসকে উন্মোচন করতে সাহায্য করবে। আর ভবিষ্যতে বিজ্ঞানকে কাজে লাগিয়ে পৃথিবীর ইতিহাস জানতে সাহায্য করবে এরকম আরও কত তথ্য।

একবার ভাবুন তখনকার পৃথিবীকে। তখনও হোমো সেপিয়েন্স বা মানুষের উদ্ভব হয় নি পৃথিবীতে। নেই নিয়েন্ডারথালরাও। তবে আছে অতি প্রাচীন ধরণের হোমো ইরেক্টাস। আফ্রিকাতে আর এশিয়াতে। তবে আমেরিকাতে হোমো গণের কোন প্রজাতি নেই। আছে হিমযুগের উলি ম্যামথ।

আসুন সকলে মিলে পড়ে ফেলি সেই প্রাচীন ম্যামথের গল্প।

–মধুশ্রী বন্দ্যোপাধ্যায়

https://www.nationalgeographic.com/science/article/million-year-old-mammoth-teeth-yield-worlds-oldest-dna

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।